মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

টিভি দেখবেন তো মরবেন।।....


টিভি দেখবেন তো মরবেন...



মানুষ জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে মৃত্যু হয়ে ওঠে সবচেয়ে বড় সত্যি। কত কারণেই না মানুষের মৃত্যু হয়। তবে মানুষের বিনোদনের একটি বড় উপকরণ টিভি দেখলেও হতে পারে মৃত্যু। আর এমন তথ্যই জানিয়েছেন স্পেনের একদল গবেষক। তারা বলছেন দিনে তিন ঘণ্টা টিভি দেখা হতে পারে মৃত্যুর কারণ। এছাড়াও এর কারনে আপনার হতে পারে ডায়বেটিক্স ও হৃদ রোগের মত মারাত্মক সব রোগ। টিভির সামনে বসে বসে অলস সময় কাটালে সেটা হতে পারে জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। গবেষণা দলের প্রধান স্পেনের ইউনিভার্সিটি অব নাভারা এর প্রফেসর মিগুয়েল গোঞ্জালে জানান, টেলিভিশন দেখা একটি আসিন আচরণের (যেসব কাজ বসে বসে করতে হয়) অন্যতম। এরকম প্রফেশনের লোকদের মাঝে মৃত্যু হার অনেক বেশী। গবেষকরা গড়ে ২৭ বছর বয়সী ১৩ হাজার ২শ ৮৪ জন যুবকের মাঝে পর্যবেক্ষণ করে দেখেছেন টিভি দেখা, কম্পিউটার চালানো এবং গাড়ি চালকদের মাঝে মৃত্যু হার ও ঝুঁকি অনেক বেশী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষের মস্তিস্ককের ধারন ক্ষমতা কত গিগাবাইট???

এক কথায় বলা যায়, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ১০ লক্ষ গিগাবাইট। আমরা হয়তো কোন গুরুগম্ভীর তাত্ত্বিক বিশ্লেষন শুনতে শুনতে কাহিল হয়ে অনেক সময়...