এখানে সকল শিক্ষনীয় বিষয় পাবেন। তাছাড়া আমি বিভিন্ন হেলথ টিপস দেওয়ার চেষ্টা করব। আপনারা কি বিষয়ে জানতে আগ্রহী তা আমাদের কমেন্ট বক্স এ জানাবেন।
শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
অন্য আারেক পৃথিবীর উপগ্রহ।
পৃথিবীর চাঁদ ছাড়া কি কোনো উপগ্রহ আছে? গবেষকেরা সম্প্রতি পৃথিবীর কাছাকাছি একটি গ্রহাণুর সন্ধান পেয়েছেন, যাকে ঠিক চাঁদ না বললেও পৃথিবীর কাছাকাছি থাকা স্থায়ী উপগ্রহের মর্যাদা দিচ্ছেন।
সূর্যকে কেন্দ্র করে আবর্তন করার পথেই পৃথিবী পড়ে যায় বলে পৃথিবীকেও চক্কর দিতে হয় ছোট এই গ্রহাণুটির। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা এই ক্ষুদ্র গ্রহাণুর সন্ধান পেয়েছেন। তাঁর এর নাম দিয়েছেন ‘২০১৬ এইচও ৩ ’।
গবেষকেরা বলছেন, পৃথিবী থেকে এর দূরত্বের কারণেই এটাকে পৃথিবীর আরেক চাঁদ বা সত্যিকারের উপগ্রহের তালিকায় ফেলা যাচ্ছে না। তবে ‘কোয়াসি-স্যাটেলাইট’ বা পৃথিবীর কাছাকাছি থাকা সঙ্গীদের মধ্যে এটি সর্বপেক্ষা সেরা ও স্থায়ী একটি উদাহরণ। ক্ষুদ্র এ গ্রহাণুটি আমাদের সঙ্গে শত বছর ধরে আছে এবং ভবিষ্যতে আরও শত শত বছর ধরে থাকবে।
নাসার গবেষকেরা বলেন, সূর্যকে প্রদক্ষিণ করতে গ্রহাণুটি অর্ধেকের বেশি সময় পৃথিবীর চেয়ে অধিক সময় সূর্যের কাছাকাছি থাকে এবং পৃথিবীর চেয়ে এগিয়ে থাকে। বাকি অর্ধেক সময় পৃথিবীর চেয়ে পিছিয়ে পড়ে। কক্ষপথের কারণে এটি পৃথিবীর সঙ্গে কিছুটা ওঠানামার খেলা করে।
চলতি বছরের ২৭ এপ্রিল হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জ্যোর্তিবিদ্যা ইনস্টিটিউটের গবেষকেরা বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি আবিষ্কার করেন।
মানুষের মস্তিস্ককের ধারন ক্ষমতা কত গিগাবাইট???
এক কথায় বলা যায়, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ১০ লক্ষ গিগাবাইট। আমরা হয়তো কোন গুরুগম্ভীর তাত্ত্বিক বিশ্লেষন শুনতে শুনতে কাহিল হয়ে অনেক সময়...
-
এক কথায় বলা যায়, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ১০ লক্ষ গিগাবাইট। আমরা হয়তো কোন গুরুগম্ভীর তাত্ত্বিক বিশ্লেষন শুনতে শুনতে কাহিল হয়ে অনেক সময়...
-
১৯৬৯ সালে চাঁদে যাওয়াটা সত্যি রহস্যময়। ১৯৬৯ সালে এটা প্রায় অসম্ভব ছিল।স্ট্যানলি কুবরি কি বলেছে এ ব্যাপারে তাই এখন দেখার পালা,ছবি গুলা দেখুন ...
-
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। বহুদূরের ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকে দেখার উপযোগী যন্ত্রকে বলা হয় টেলিস্কোপ। মিডলবার্গের হ্যান্স লিপার্শি ১৬০৮...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন