এক কথায় বলা যায়, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ১০ লক্ষ গিগাবাইট। আমরা হয়তো কোন গুরুগম্ভীর তাত্ত্বিক বিশ্লেষন শুনতে শুনতে কাহিল হয়ে অনেক সময় বলে বসি, 'প্লিজ থামুন' মাথায় আর কিছু ঢুকছে না। কিন্তু এটা কথার কথা। আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা এত বেশি যে সারা জীবণ ব্যবহার করলেও তা শেষ হবে না। মানুষের মস্তিস্কে প্রায় এক বিললিয়ন বা ১০০ কোটি নিউরন আছে।প্রতিটি নিউরন অন্য প্রায় এক হাজার নিউরন এর সঙ্গে সংযোগ স্থাপন করে।এভাবে আমাদের মস্তিষ্কে প্রায় ১ হাজার বিলিয়ন বা ১ লাখ কোটি নিউরন সংযোগ রয়েছে। যদি একটি নিউরন শুধু একটি স্মৃতি ধারণ করে তাহলে আমাদের মাথার স্মৃতির ধারণ ক্ষমতা শেষ হওয়া খুব কঠিণ।প্রতিটি নিউরন একাধিক নিউরন এর সাথে যুক্ত হয়ে কাজ করে বলে একেক টি নিউরন একই সঙ্গে অনেক স্মৃতি ধারণ করতে পারে। ফলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা জ্যামিতিক হারে বাড়তে বাড়তে প্রায় ১০ লক্ষ গিগাবাইটে গিয়ে ধারায়।
ধারা যাক আমাদের মস্তিষ্ক একটি টেলিভিশনের ডিজিটাল ভিডিও রেকর্ডার হিসাবে কাজ করে।তাহলে ১০ লাখ গিগাবাইট স্মৃতি এর ধারণক্ষমতা সম্পূর্ণ মস্তিষ্ক নামক এই ভিডিও তে একটানা অন্তত ৩০ লাখ ঘন্টা ভিডিও শো দেখা যেত। অর্থাৎ তিনশ বছরেও শেষ হতো না।
ধারা যাক আমাদের মস্তিষ্ক একটি টেলিভিশনের ডিজিটাল ভিডিও রেকর্ডার হিসাবে কাজ করে।তাহলে ১০ লাখ গিগাবাইট স্মৃতি এর ধারণক্ষমতা সম্পূর্ণ মস্তিষ্ক নামক এই ভিডিও তে একটানা অন্তত ৩০ লাখ ঘন্টা ভিডিও শো দেখা যেত। অর্থাৎ তিনশ বছরেও শেষ হতো না।